রাশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

Russia earthquakeরাশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ২১ মার্চ ২০১৬ সোমবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় আবহাওয়া দফতর থেকে এক টুইট বার্তায় সুনামির কোনও সতর্কতা নেই বলে জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির ৩০৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ১৯২ কিলোমিটার গভীরে।
এর আগে গত জানুয়ারিতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কিত লোকজন ঠাণ্ডা উপেক্ষা করেই রাস্তায় নেমে আসেন। শীতের কাপড় ছাড়াই তুষারের মধ্যে দাঁড়িয়ে থাকেন তারা। পরে সেইসব ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
/এমপি/