একই সময়ে ১০টি স্থানে সন্ত্রাসী হামলার শঙ্কায় লন্ডন

লন্ডনে বিভিন্ন স্থানে একই সঙ্গে ১০টি সন্ত্রাসী হামলা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই হামলা মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লন্ডন পুলিশকে। সানডে টাইমস খবরটি নিশ্চিত করেছে।

Armed-Police

সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউরোপ থেকে ব্রিটেনে এক অস্ত্র পাচার মামলার শুনানির সময় অস্ত্রধারী একটি দলকে আদালতে দেখা গেছে। সেই থেকেই লন্ডনে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যথেষ্ট সতর্ক রয়েছে। সিরিয়া থেকে ভারী অস্ত্রশস্ত্র এনে প্যারিসের ধরনে আক্রমণ চালানো হতে পারে বলেই ধারণা করছে এজেন্সি।

এ প্রসঙ্গে একজন মন্ত্রী বলেন, ‘আমরা সাধারণত একসঙ্গে তিনটি হামলার প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু প্যারিস  হামলা থেকে বোঝা গেছে তা যথেষ্ট নয়। ফলে আমরা আরও সতর্ক। সাত, আট, নয়, এমনকি দশটি হামলা পর্যন্ত মোকাবেলা করতে পারবো আমরা।’   

সানডে টাইমসের দেওয়া তথ্যমতে, জরুরি পরিস্থিতির জন্য রাজধানীর বাইরে সৈন্যদল প্রস্তুত রাখা হয়েছে।সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/বিএ/