চীনের নিখোঁজ কলামিস্ট বেইজিং পুলিশের কাছে!

গত সপ্তাহে নিখোঁজ হয়ে যাওয়া চীনা কলামিস্ট জিয়া জিয়া বেইজিং পুলিশের কাছে আটক রয়েছেন। জিয়া জিয়ার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী ইয়ান জিন বলেন, জিয়াকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। তিনি বিমানে হংকং যাচ্ছিলেন।

চীনা কলামিস্ট জিয়া জিয়া

আইনজীবী ইয়ান জিন তার উইচ্যাট আকাউন্টে জানান, পুলিশের দাবি, জিয়া একটি বিশেষ মামলায় অভিযুক্ত। তবে সেই মামলা সম্পর্কে কোন বিস্তারিত জানায়নি তারা।

এ মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট জি জিংপিং কে পদত্যাগ করতে অনুরোধ করে লেখা এক চিঠির সঙ্গে জিয়ার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। চিঠিটি রাষ্ট্রীয় এক অনলাইন সাইটে প্রকাশিত হয়।

তবে প্রকাশের পর পরই নামিয়ে নেওয়া হয় চিঠিটি। চিঠিটি কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ সমর্থকদের কারো লেখা বলেই ধারণা করা হচ্ছে। চিঠিতে প্রেসিডেন্ট জির রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করা হয়।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জিয়া জিয়ার মুক্তির দাবি তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি হংকং থেকে পাঁচ বই ব্যবসায়ী নিখোঁজ হন। পরে জানা যায়, মূল ভূখণ্ডে তাদের আটকে রাখা হয়েছিল। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/