উ. কোরীয় সাঁজোয়া যানের বিকাশের উচ্চকিত প্রশংসা করলেন কিম

উত্তর কোরিয়ার একটি সাঁজোয়া যান (ট্যাংক) প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পরিদর্শন শেষে কোরীয় ধাঁচের সাঁজোয়া যানে মৌলিক প্রযুক্তিগত বিকাশের উচ্চকিত প্রশংসা করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কিম জং উনকে উদ্ধৃত করে দেশটির বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, সেনাবাহিনীর আধুনিকায়নে অন্যতম চাবিকাঠি হচ্ছে সাঁজোয়া যান এবং আর্মাড ভেহিক্যাল।

তিনি আরও বলেন, বর্মযুক্ত বাহিনীতে (আর্মার্ড ফোর্স) দ্বিতীয় বিপ্লবের জন্য ক্ষমতাসীন দলের একটি পরিকল্পনা রয়েছে। সেটি কার্যকর করতেও অত্যাধুনিক সাঁজোয়া যানের বিকল্প নেই।

উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠী দেশটির সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। সে উদ্যোগের অংশ হিসেবে কারখানা পরিদর্শনে গিয়েছিলেন কিম জং উন। কিছুদিন আগে নতুন ডেস্ট্রোয়ার উদ্বোধন এবং ড্রোন পরীক্ষাসহ বিভিন্ন অস্ত্র পরীক্ষা পরিদর্শনে গিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা।

এদিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। এর বিনিময়ে মস্কোর কাছ থেকে পিয়ংইয়ং সামরিক খাতে কারিগরি সহায়তা পাচ্ছে বলে দাবি দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তাদের। তবে এ বিষয়ে বিস্তারিত এখনও নিশ্চিত হওয়া যায়নি।