পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানে অংশ নিতে যাচ্ছে তুরস্কের কোম্পানিগুলো। ইসলামাবাদ সফরে এ ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বুধবার (৯ জুলাই) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, আঙ্কারা ও ইসলামাবাদ দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, খনিজ, তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিরল খনিজ উপাদানসহ কৌশলগত খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এপ্রিলে তুরস্কের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি টিপিএও এবং পাকিস্তানের জাতীয় জ্বালানি সংস্থাগুলোর মধ্যে সই হওয়া একটি জ্বালানি চুক্তিকে দ্বিপক্ষীয় অংশীদারিত্বে একটি বড় অগ্রগতি বলে উল্লেখ করেন ফিদান।
এই চুক্তির আওতায় প্রথমবারের মতো পাকিস্তানের উপকূলীয় জলসীমায় যৌথভাবে তেল ও গ্যাস অনুসন্ধানে অংশ নেবে তুর্কি ও পাকিস্তানি প্রতিষ্ঠান। ফিদান বলেন, এই সহযোগিতা আমাদের একটি আরও প্রাতিষ্ঠানিক সম্পর্ক গঠনের অংশ।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি ও অবকাঠামোসহ একাধিক খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে ইসলামাবাদ ও আঙ্কারা।
তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দার বলেন, আমরা আমাদের কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চাই, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
তিনি জানান, সন্ত্রাসবাদবিরোধী সক্ষমতা গঠনের মতো কর্মকাণ্ডে দুপক্ষ সক্রিয়ভাবে কাজ করছে।
পাকিস্তানে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বেসরকারিকরণে অংশ নেবে তুরস্কের বেসরকারি কোম্পানিগুলো বলে জানিয়েছেন দার।
দুই দেশ করাচি ও ইস্তাম্বুলে তুর্কি উদ্যোক্তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়েও একমত হয়েছে। দার বলেন, জাহাজ ভাঙা শিল্প, কৃষি পানির দক্ষ ব্যবহার ও সংরক্ষণে তুরস্কের অভিজ্ঞতা থেকে আমরা লাভবান হতে চাই।
দীর্ঘ ১১ বছর পর দুই দেশ যৌথ মন্ত্রিসভা কমিশন পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের নেতৃত্বে এটি পরিচালিত হবে।
দার বলেন, এসব পদক্ষেপ আমাদের আগামী বছর তুরস্কে অনুষ্ঠেয় অষ্টম উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।