মালদ্বীপের প্রেসিডেন্টের ১৫ ঘণ্টার ম্যারাথন সংবাদ সম্মেলন

প্রায় ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে নতুন এক রেকর্ড সৃষ্টি করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শনিবার (৩ মে) আয়োজিত ওই সম্মেলনে সকাল থেকে মাঝরাত অবধি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মুইজ্জুর কার্যালয় থেকে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মাঝরাত পেরিয়ে গেলেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে গেছেন প্রেসিডেন্ট মুইজ্জু। এদিন তিনি নতুন এক বিশ্ব রেকর্ড করেছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, ৪৬ বছর বয়সী এই প্রেসিডেন্ট সংবাদ সম্মেলন শুরু করেন সকাল ১০টার সময়। মাঝে ধর্মীয় প্রার্থনাসহ টুকটাক কিছু বিরতিসহ প্রায় ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে সংবাদ সম্মেলনে অব্যাহত থেকেছে।

প্রায় অর্ধযুগ আগে, ম্যারাথন সংবাদ সম্মেলন করে আলোচনায় এসেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০১৯ সালের অক্টোবর মাসে আয়োজিত ওই সম্মেলন ১৪ ঘণ্টা ধরে চলেছিল বলে দাবি করেছে দেশটির জাতীয় রেকর্ড অধিদফতর।

বেলারুশের নেতা অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো সাত ঘণ্টা সংবাদ সম্মেলন করে জেলেনস্কির আগের রেকর্ডটি কুক্ষিগত করেছিলেন।

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে মুইজ্জুর ম্যারাথন সংবাদ সম্মেলন আয়োজিত হলো। চলতি বছরের বিশ্ব সংবাদমাধ্যম সূচকে দুধাপ উন্নতি করেছে মালদ্বীপ। ১৮০টি দেশের মধ্যে তাদের অবস্থান এখন ১০৪তম।

মুইজ্জুর কার্যালয় থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সমাজে সংবাদমাধ্যমের গুরুত্ব পুরোপুরি অনুধাবন করেন প্রেসিডেন্ট মুইজ্জু। এজন্য তিনি বাস্তবসম্মত, তথ্যবহুল, নিরপেক্ষ প্রতিবেদনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

দীর্ঘ সম্মেলনে সাংবাদিকদের মারফত জনসাধারণের প্রেরিত প্রশ্নের উত্তরও দিয়েছেন মুইজ্জু।

সম্মেলন বা বৈঠক করে তাক লাগানোর রেকর্ডটাও কিন্তু রয়েছে মালদ্বীপের এক প্রেসিডেন্টের দখলে।

বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে মালদ্বীপ। বিশ্ববাসীর নজর এই দিকে আকৃষ্ট করতে অভিনব এক মন্ত্রীসভা বৈঠকের আয়োজন করেন সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ।

২০০৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট নাশিদ একটি মন্ত্রীপরিষদ বৈঠক ডাকেন। পার্থক্য হচ্ছে, এই বৈঠকের আয়োজন করা হয় ভারত মহাসাগরে। নাশিদ ও তার মন্ত্রীসভার সদস্যরা স্কুবা গিয়ার চাপিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে বৈঠক করেন, যা রাষ্ট্রীয়ভাবে সরাসরি সম্প্রচারিত হয়।