তুরস্কে ইউক্রেন ইস্যুতে আলোচনা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। বৈঠক বৃহস্পতিবার (১৫ মে ) হওয়ার কথা থাকলেও এখনও আরম্ভ হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রাণলয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা বলেছেন, তুরস্কের উদ্যোগেই বৈঠকের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত দিন পরিবর্তন করা হয়নি, কেবল সময় পালটে বিকালে নেওয়া হয়েছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, আলোচনা আগামীকাল শুরু হতে যাচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে আলাপ করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরদোয়ানের সঙ্গে সলাপরামর্শের পর বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তিনি।
মূলত, আলোচনা শুরুর বহু আগেই জটিলতা দেখা দেয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে না এসে তার প্রতিনিধিদের প্রেরণকে ঘিরে অসন্তুষ্টির সূত্রপাত। এর আগে, জেলেনস্কি তুরস্কে আসার জন্য পুতিনকে চ্যালেঞ্জ জানিয়ে সাফ বলে দিয়েছিলেন, পুতিন ছাড়া কারও সঙ্গে তিনি আলাপ করবেন না।
এদিকে, মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট প্রথমে বলেছিলেন, তুরস্কের আলোচনায় তিনি অংশ নিতে আগ্রহী। সময় বের করতে পারলে বোধহয় যেতে পারেন। তবে পুতিন যাবে না জানার কিছুক্ষণ পর তিনিও জানিয়ে দেন, তুরস্ক যাচ্ছেন না।
তবে তিনি বলেছেন, আলোচনায় অগ্রগতি হলে আগামীকাল ইস্তানবুলে একবার ঢুঁ মারতে যেতে পারেন।
আলোচনার সময় নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তুরস্কের কর্মকর্তারা তো স্থানকাল কিছু নিয়েই মন্তব্য করেননি। তবে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আলোচনা হলে নতুন কোনও দ্বার উন্মোচন হবে বলে তিনি আশাবাদী।