গাজায় যুদ্ধবিরতির নতুন আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত ২৪

গাজায় চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে শনিবার (১৭ মে) নতুন দফা আলোচনার আয়োজন করেছেন মধ্যস্থতাকারীরা। এরমধ্যেই গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন ফিলিস্তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েল ও হামাসের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মিসর ও কাতারের মধ্যস্থতায় তাদের মধ্যে আবারও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। শনিবার (১৭ মে) আয়োজিত পরোক্ষ এই বৈঠকে আগের মতোই সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় এই আলোচনার আয়োজন করা হয়।

বৈঠক সম্পর্কে অবগত কর্মকর্তারা জানিয়েছেন, হামাস ও ইসরায়েল উভয়েই নিজেদের দাবিদাওয়া নিয়ে অনড় ছিল। ফলে আলোচনায় খুব একটা অগ্রগতি হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটা সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ এনে মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

বিগত ৭২ ঘণ্টায় গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধি করেছে তেল আবিব। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে।

রবিবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস অভিযোগ করেছে, সর্বশেষ ইসরায়েলি হামলা আসলে নতুন নৃশংস অপরাধ। এই ভয়াবহতা বৃদ্ধির দায় মার্কিন প্রশাসনের।

মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরে থাকা অবস্থায়ও ইসরায়েলি হামলা অব্যাহত ছিল বলে অভিযোগ করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে সর্বশেষ প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য গাজায় হামলার বিস্তৃতি বৃদ্ধি করা হয়েছে।