X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

মার্কিন কারাগার থেকে পালালো হত্যা মামলায় অভিযুক্তসহ ১০ আসামি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫, ১২:১১আপডেট : ১৮ মে ২০২৫, ১২:৩৩

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স কারাগার থেকে ভিন্ন ভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ১০ জন আসামি পালিয়ে গেছে। শুক্রবার (১৬ মে) গভীররাতের এই ঘটনায় কারাগারের কয়েকজন কর্মীর মদদ ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অরলিন্স প্যারিশ জাস্টিস সেন্টার থেকে বন্দিরা রাত ১টার দিকে পালিয়ে যায়। সকালে নিয়মিত গণনার সময় কর্তৃপক্ষ দেখতে পায়, ১৯ থেকে ৪২ বছর বয়সী ১০ বন্দি নিখোঁজ।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন হত্যা মামলার আসামি ছিল।

ঘটনার পর আয়োজিত সংবাদসম্মেলনে অরলিন্স প্যারিশের শেরিফ সুজান হাটসন বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পালিয়ে যাওয়া আসামীরা আগে থেকেই কারাগারের স্লাইডিং দরজা নষ্ট করে। পরে তারা টয়লেট ও বেসিন সরিয়ে দেয়াল ভেঙে বের হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামীরা একটি লোডিং ডকের মাধ্যমে পালিয়ে যায় এবং দেয়াল টপকে একটি মহাসড়ক পার হয়। দুজনকে শুক্রবারই পুনরায় আটক করা গেলেও বাকি আটজনের এখনও হদিশ পাওয়া যায়নি।

শেরিফ হাটসন বলেছেন, পালানোর কাজে কারাগারের কয়েকজন কর্মীর সহায়তা ছিল বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। যেমন সার্ভেইল্যান্সের দায়িত্বে থাকা এক কারাগার কর্মী আসামিদের পালিয়ে যেতে দেখলেও ঊর্ধ্বতন কাউকে সতর্ক করেনি।

অবশ্য এ ব্যাপারে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।

পলাতকদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক বাহিনী নিযুক্ত হয়েছে বলে জানিয়েছেন শেরিফ হাটসন। সবাইকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকার জন্য আহ্বান করেন তিনি।

নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যানি কারকপ্যাটরিক জানিয়েছেন, আসামীরা জেল পালানোর ঘণ্টা দুই পর তাদেরকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিসহ ১০ জন পালিয়ে যাওয়ার পরও পুলিশের কাছে খবর আসতে বিলম্ব হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

সুপারিনটেনডেন্ট কার্কপ্যাটরিক জানিয়েছেন, পলাতক আসামিদের হাতে নিগ্রহের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের এই ঘটনার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এক পরিবারের ওপর আসামীর দিক থেকে প্রতিশোধের মারাত্মক ঝুঁকি থাকার আশঙ্কায় তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে নিউ অরলিন্স পুলিশ।

/এসকে/
সম্পর্কিত
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
পাকিস্তানে তেল-গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো