যুক্তরাষ্ট্রে সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ১৯

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌ-বাহিনীর একটি ধাক্কা লেগে ১৯ জন আহত হয়েছেন। শনিবার (১৭ মে) রাতে নিউ ইয়র্ক সিটির এই সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজের মাস্তুলের সংঘর্ষ ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আঘাতপ্রাপ্ত সবাই জাহাজের আরোহী ছিলেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজের মাস্তুল বাধা পায়। ফলে সংঘর্ষে পুরো জাহাজ টালমাটাল হয়ে ওঠে।

ভিডিওতে আরও দেখা যায়, সংঘর্ষের পর সাদা পোশাক পরিহিত নাবিকরা জাহাজের ক্রসবিম থেকে ঝুলে আছেন।

নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র বলেছেন, আহতরা ঠিক কীভাবে আঘাতপ্রাপ্ত হলেন সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নিউ ইয়র্কের ম্যানহাটান ও ব্রুকলিন শহরকে সংযোগকারী ব্রুকলিন ব্রিজের নির্মাণ সম্পন্ন হয় ১৮৮৩ সালে। এই দু'শহরের মধ্যে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সেতুটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র দ্য ডার্ক নাইট রাইজেসসহ বিভিন্ন চলচ্চিত্রে ব্রুকলিন ব্রিজ ধ্বংসের দৃশ্য রয়েছে।