ভারতের হায়দেরাবাদে বিখ্যাত চারমিনার সংলগ্ন গুলজার হাউজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। রবিবার (১৮ মে) ভোরবেলা এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার শিকার ভবনটির নিচতলায় থেকে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে।
দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভোর সাড়ে ছটার দিকে তাদের কাছে ফোন আসে। এরপরই তারা ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ খুঁজে পায়নি কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, দুঃখজনক হলেও সত্য, আজ দমকল কর্মীদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না বলে জানতে পেরেছি। ভবিষ্যতের জন্য উন্নত প্রযুক্তি আনার প্রয়োজন আছে। এছাড়া, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা আনার চেষ্টা করা হবে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম সম্পন্ন ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্য মন্ত্রী পোন্নাম প্রভাকর জানান, মারা যাওয়া ব্যক্তিদের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকার পক্ষ থেকে খুব শিগগিরই বিস্তারিত তথ্য জানা যাবে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক পোস্টে বলা হয়, হায়দেরাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি রইল সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।
নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দু লাখ এবং আহতদের ৫০ হাজার রূপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।