X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

কেনিয়া: দাঙ্গাকারীদের পায়ে গুলি করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১০:৫১আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৫১

কেনিয়ায় বিক্ষোভের সময় ভাঙচুর চালালে পায়ে গুলি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। দুদিন ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে ৩১ জনের প্রাণহানির পর বুধবার (৯ জুলাই) এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক ভাষণে রুটো বলেছেন, অন্যের সম্পদের যারা আগুন দেয়, তাদের পায়ে গুলি করা উচিত। তাদেরকে প্রাণে মেরে ফেলা উচিত নয়, তবে পা ভেঙ্গে দেওয়ার মতো মার দেওয়া দরকার। এরপর তাদেরকে না হয় হাসপাতাল হয়ে আদালতে তোলা হবে।

দেশটিতে গণতন্ত্রপন্থি বিক্ষোভের বার্ষিকীকে ঘিরে গণজমায়েতের বিষয়ে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার তারা রাজধানী নাইরোবির বিভিন্ন সড়কে ব্লকেড দেয় এবং বিক্ষোভকারীদের দমনে কাঁদুনে গ্যাস, জলকামান এমনকি গুলি পর্যন্ত ব্যবহার করে। এই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি যেমন হয়েছে তেমনি বিপণিবিতান, ব্যবসা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও লুটতরাজ, ক্ষতিসাধন এবং আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

গত মাসে পুলিশি হেফাজতে এক রাজনৈতিক ব্লগারের মৃত্যুর পর থেকেই এই আন্দোলন শুরু হয়। এতে যোগ দেন শত শত তরুণ, যারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পুলিশি নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার।

তরুণ-নির্ভর এই আন্দোলনকারীদের এখন দাবি, অবিলম্বে রুটোর পদত্যাগ।

প্রায় তিন বছর আগে দরিদ্রবান্ধব নেতা হিসেবে ক্ষমতায় আসা রুটো ক্ষমতার অপব্যবহার ও বিচারবহির্ভূত হত্যার অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন ক্রমবর্ধমান জনঅসন্তোষের জবাবে তার সরকার কঠোর অবস্থান নিচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন বিক্ষোভকে ‘অরাজক অপরাধীদের অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

কেনিয়া সরকারের মানবাধিকার সংস্থা জানায়, নাইরোবি ও এলডোরেট শহরের বিক্ষোভে পুলিশের সঙ্গে কিছু সশস্ত্র গ্যাং সদস্যও ছিল, যারা চাবুক ও দা নিয়ে বিক্ষোভ দমনে অংশ নেয়।

পুলিশ এই অভিযোগ সম্পর্কে এখনও মন্তব্য করেনি, যদিও আগে তারা বলেছে, কোনও সন্ত্রাসীর সঙ্গে তারা কাজ করে না।

একই দিন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট লিখেছেন, যারা কেনিয়ার সাধারণ মানুষ, পুলিশ সদস্য, ব্যবসায়ীদের ওপর হামলা করে এবং নিরাপত্তা স্থাপনা ক্ষতিগ্রস্ত করে, তারা সন্ত্রাসী। এসব অপরাধ যুদ্ধ ঘোষণার শামিল।

পশ্চাৎপদ একটি গোষ্ঠী শর্টকাটে ক্ষমতায় যেতে চাইছে অভিযোগ করে তিনি বলেন, আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দিতে পারি না।

/এসকে/
সম্পর্কিত
চীনে বিদেশি গুপ্তচরের হানিট্র্যাপে পড়ছে সরকারি কর্মকর্তারা, সতর্ক বেইজিং
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের, বলসোনারোর বিচার বন্ধের দাবি
ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
দেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
শিক্ষা উপদেষ্টার সঙ্গে উর্দুভাষীদের মতবিনিময়
শিক্ষা উপদেষ্টার সঙ্গে উর্দুভাষীদের মতবিনিময়
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ