মত পাল্টালেন প্যারিস হামলার মূল সন্দেহভাজন আব্দেসলাম!

আব্দেসলামবেলজিয়ামেই নিজের বিচারপ্রক্রিয়া চলুক, এমনটাই চেয়েছিলেন প্যারিস হামলার মূল সন্দেহভাজন হিসেবে সে দেশে আটক সালাহ আব্দেসলাম। তার আইনজীবী জানিয়েছিলেন, ফ্রান্সে হস্তান্তরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন আব্দেসলাম। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। আব্দেসলামকে ফ্রান্সে হস্তান্তরের প্রস্তাবের বিরুদ্ধে তিনি আর আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে বৃহস্পতিবার তার আইনজীবী জানিয়েছেন।
গত নভেম্বরে প্যারিসে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনায় সালাহ আব্দেসলামকে অন্যতম সন্দেহভাজন বলে বিবেচনা করা হয়। ওই হামলার ঘটনায় ১৩০ জন নিহত হন। নভেম্বর থেকে পালিয়ে থাকার পর গত শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে গ্রেফতার হন আব্দেসলাম। সে সময় আব্দেসলামের আইনজীবী এসভেন ম্যারি জানান, তার মক্কেল ফ্রান্সে সমর্পণের প্রশ্নে আইনি লড়াই চালাবেন। পুলিশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতেই তা চালানো হবে বলে জানানো হয়।
তবে বৃহস্পতিবার ম্যারি জানান, ‘আব্দেসলাম যত দ্রুত সম্ভব ফ্রান্সে যেতে চান। সেখানেই তিনি নিজের পক্ষে ব্যাখ্যা দিতে পারবেন।’
উল্লেখ্য, আব্দেসলামের গ্রেফতারের কয়েকদিনের মাথায় অর্থাৎ গত মঙ্গলবার ব্রাসেলসের একটি বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলা হয়। এ হামলার সঙ্গে প্যারিসের হামলাকারী চক্র ও আব্দেসলামের গ্রেফতারের ঘটনার সংযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/