এপ্রিলে ইয়েমেনে অস্ত্রবিরতি

এক বছর মেয়াদী এই যুদ্ধে প্রাণ হারিয়েছে ইয়েমেনের অর্ধেক মানুষইয়েমেনে বিবদমান দুই পক্ষ অস্ত্রবিরতিতে যেতে সম্মত হয়েছে। আগামী মাস থেকে দেশব্যাপী এই অস্ত্রবিরতি কার্যকর হতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে,  এতে দীর্ঘমেয়াদী এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।
জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউদ শেখ আহমেদ বলেন, ‘এপ্রিল মাসের ১০ তারিখ থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে।’ এপ্রিলের শুরুতে কুয়েতে আরেক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তিনি সাংবাদিকদের বলেন, ‘এবার আমাদের শেষ সুযোগ। ইয়েমেনের যুদ্ধের সমাপ্তি টানতেই হবে।’  
জাতিসংঘ সূত্র মতে, এই দেশে যুদ্ধে প্রাণ হারিয়েছে দেশটির অর্ধেক মানুষ। ইতোমধ্যে বেশ কয়েকবার ইয়েমেনে শান্তি আলোচনার চেষ্টা ব্যর্থ হয়েছে।এতে পার্শ্ববর্তী রাষ্ট্র সৌদি আরব ও ইরানেরও প্রভাব ছিল।
গত ডিসেম্বরে সুইজারল্যান্ডে প্রথম পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে আলি আবুল্লাহ সালাহের অনুগত সৈন্যবাহিনী ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর আদেনের দখল নিলে যুদ্ধের সূত্রপাত হয়। সৌদি আরবও এক যৌথ বাহিনী গঠন করে যোগ দেয় এই যুদ্ধে। সূত্র আলজাজিরা

/ইউআর/বিএ/