ভারতে হোলি উৎসবে ৩০ জনের মৃত্যু

ভারতে এবারের হোলি উৎসবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। নিহতদের মধ্যে কমপক্ষে ২৪ জন মারা গেছেন উত্তর প্রদেশে। প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও হোলি উৎসবে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। ২৫ মার্চ ২০১৬ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

হোলি উৎসবে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং মাতাল হয়ে বেসামাল অবস্থায় গাড়ি চালনার কারণে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

noname

উত্তর প্রদেশে নিহতদের মধ্যে লক্ষ্মৌতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের পাঁচজন। বুলন্দশহরে অপর এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নয়জন।

এছাড়া, উত্তর প্রদেশের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও কয়েক ব্যক্তির। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হোলি উৎসবে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায়ই আহত হয়েছেন ২৫২ জন। সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/