মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ

শক্তিশালী দেশের চাপিয়ে দেওয়া শুল্ককে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্পেনে আয়োজিত এক সম্মেলনে সোমবার (৩০ জুন) এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্যতা ফিরিয়ে আনতে হবে। কারণ যে-সব শুল্ক আরোপ করা হচ্ছে, সেগুলো মূলত শক্তিধর দেশগুলো গায়ের জোরে চাপিয়ে দিচ্ছে। এগুলো অনেক সময়ই ভারসাম্য আনতে নয়, বরং ব্ল্যাকমেইলের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।

তিনি সরাসরি কোনও দেশ বা ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে তার মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার সময়সীমা আগামী ৯ জুলাই।

চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে অবশ্য তিনি সেগুলো ৯০ দিনের জন্য অনেক ক্ষেত্রেই সাময়িকভাবে স্থগিত করেন।

জাতিসংঘের বাণিজ্য সংস্থা সতর্ক করেছে, এসব শুল্ক উন্নয়নশীল দেশগুলোর ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বিশেষত লেসোথো, কম্বোডিয়া, লাওস, মাদাগাস্কার এবং মিয়ানমারের মতো দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।

মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করে ম্যাক্রোঁ বলেন, একদিকে ইউরোপকে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির পরামর্শ দেওয়া হচ্ছে, আর অন্যদিকে আমাদের সঙ্গেই বাণিজ্যযুদ্ধ শুরু করা হচ্ছে। এটা একেবারেই অবিবেচনা প্রসূত।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ব যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে নতুন করে বাণিজ্যযুদ্ধ ও শুল্ক আরোপ করা সংগতিপূর্ণ নয়।