আইএসে যোগ দিতে অস্বীকৃতি, শিক্ষকের হাতে ছাত্র খুন

nonameজঙ্গি হতে না চাওয়ায় শিক্ষকের হাতে খুন হতে হলো এক ছাত্রকে। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, খুন হওয়া ১১ বছরের ওই ছাত্রের নাম রবি পাল। তার গৃহ-শিক্ষক ছিলেন  ইরফান নামে এক ব্যক্তি। হত্যাকাণ্ডটি ১৯ মার্চ সংঘটিত হয়।
রবি পালের বাবা পাপ্পুলাল সংবাদমাধ্যমকে জানান, তাঁর ছেলেকে জঙ্গি সংগঠন আইএসে যোগ দেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছিল ইরফান। তাতে রাজি না হওয়ায় ওই ছাত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ১৯ মার্চ একটি সাইকেল কিনে দেওয়ার নাম করে রবিকে নিয়ে যায় ইরফান। সন্ধ্যে পর্যন্ত না ফেরায় পরিবারের সন্দেহ হয়।
পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন, মৃতের পরিবারের তরফ থেকে ১৯ মার্চ নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই পুলিশ তল্লাশি শুরু করে।

মঙ্গলবার চাষের জমি থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। ওই মৃতদেহ রবি পালের বলে জানায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/বিএ/