রাজস্থানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৫

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। শুক্রবার রাতে জোদপুর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

সংঘর্ষের ফলে বাসটি উল্টে পড়ে যায়। আহত যাত্রীদের নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করানো হয়।

অশোক নামের আহত এক যাত্রী বলেন, আমরা সবাই জৈন সম্প্রদায়ের মানুষ। বাসটিতে আমরা প্রায় ৬০ জন যাত্রী ছিলাম। রাস্তায় হঠাৎ করেই অন্য গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এটা কিভাবে ঘটেছে সেটা আমি মনে করতে পারছি না। আমরা সাহায্য চাইলে লোকজন আমাদের হাসপাতালে নিয়ে আসে।

noname

সড়কের খারাপ অবস্থা, যানবাহন এবং গাড়ি চালনায় ত্রুটির কারণে ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রতিবছর নিহত হন কয়েক হাজার মানুষ। কিছুদিন আগেই দেশটিতে হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব চলাকালে নিহত হন অন্তত ৩০ জন। পুলিশ জানিয়েছে, হোলি চলাকালে মাতাল হয়ে গাড়ি চালনার কারণে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় শুধুমাত্র সড়ক দুর্ঘটনাতেই আহত হয়েছেন কমপক্ষে ২৫২ জন। সূত্র: এএনআই নিউজ, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/