চীনের তৈরি চার পায়ের রোবট কুকুর ব্ল্যাক প্যান্থার মডেলের দ্বিতীয় সংস্করণ প্রায় ৩৭ কিলোমিটার/ ঘণ্টা (১০.৩ মিটার/সেকেন্ড) গতিতে দৌড়ে নতুন মাইলফলক ছুঁয়েছে। এই গতি বিশ্বের দ্রুততম মানুষ হিসেবে খেতাবপ্রাপ্ত স্প্রিন্টার উসাইন বোল্টের গতির প্রায় কাছাকাছি। চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এ খবর জানিয়েছে।
রবিবার (৬ জুলাই) টেলিভিশনের এক অনুষ্ঠানে রোবটটিকে ট্রেডমিলে দৌড়াতে দেখা যায়। এটি মার্কিন প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সের ওয়াইল্ডক্যাট রোবটের রেকর্ডও ভেঙেছে।
মাত্র ৩৮ কেজি ওজনের ৬৩ সেন্টিমিটার উচ্চতার রোবটটি ১০ সেকেন্ডের মধ্যেই ১০ মিটার/সেকেন্ড গতিতে পৌঁছায়। উসাইন বোল্ট ১০০ মিটার স্প্রিন্টে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন। সে সময় তার গতি ছিল ১০ দশমিক ৪৪ মিটার/সেকেন্ড।
রেকর্ডটি তৈরি হয় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত বিশ্ব রোবট প্রতিযোগিতার রোবোটিক ডগ মিশন শো-তে। একই মঞ্চে এক্সটি৭০ নামের আরেক রোবট কুকুর উদ্ধার অভিযানে সক্ষমতা প্রদর্শন করে দর্শকদের চমকে দেয়।
প্রকল্পটির পেছনে রয়েছে চ্যচিয়াং ইউনিভার্সিটির হিউম্যানয়েড ইনোভেশন ইনস্টিটিউট এবং হাংচৌ-ভিত্তিক স্টার্ট-আপ মিরর-মি’র যৌথ গবেষণা। সম্প্রতি ব্ল্যাক প্যান্থারের পায়ে কার্বন ফাইবার যুক্ত করে এর শক্তি ও স্থিতিস্থাপকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।