হুথিদের সঙ্গে সৌদি জোটের বন্দি বিনিময়

দুই বছর ধরে সৌদি জোট যুদ্ধ করছে হুথি বিদ্রোহীদের সঙ্গেসৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের সঙ্গে বন্দি বিনিময়ের ঘোষণা দিয়েছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি সীমান্ত থেকে বন্দি ১০৯ জন ইয়েমেনি নাগরিকের বিনিময়ে ৯ জন সৌদি বন্দির বিনিময় সম্পন্ন হয়েছে।
সোমবার এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রবিবার ওই বন্দি বিনিময়ের ঘটনা ঘটে। তবে কোন গ্রুপের সঙ্গে ওই বন্দি বিনিময় সংঘটিত হলো, তা সেখানে উল্লেখ করা হয়নি। ইয়েমেনি নাগরিকদের সৌদি নেতৃত্বাধীন বাহিনী কিভাবে আটক করেছে, সে সম্পর্কেও বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
তবে রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা রিয়াদের সঙ্গে বন্দী বিনিময় করেছে। মানবিক সংকট নিরসনে এটি ছিল প্রথম পদক্ষেপ। উল্লেখ্য, কুয়েতের মধ্যস্ততায় হুথি বাহিনীর সঙ্গে সৌদি জোটের শান্তি আলোচনা শুরু হতে চলছে। আগামী ১৮ এপ্রিল আলোচনা শুরুর প্রেক্ষাপটে আগামী ১০ এপ্রিল থেকে অস্ত্রবিরতি কার্যকর হবে।
সৌদি জোট দুই বছর ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে। এতে এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। সূত্র:আলজাজিরা।
/এসএ/বিএ/