নেদারল্যান্ডসে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী আটক

ডাচ পুলিশডাচ পুলিশ সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে এক ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে। রবিবার ফ্রান্স সরকারের অনুরোধে তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট খবরটি নিশ্চিত করেছে।
৩২ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। নেদারল্যান্ডসের প্রসিকিউটর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রবিবার ফ্রান্স কর্তৃপক্ষের অনুরোধে বন্দরনগরী রটেরডাম থেকে ৩২ বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার একটি তদন্তের জন্য তাকে গ্রেফতারের অনুরোধ জানানো হয়। শিগগিরই তাকে ফ্রান্সে প্রত্যর্পণ করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানে আরও তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজন আলজেরিয়ান বংশোদ্ভুত বলে জানা গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাজধানী বলে খ্যাত বেলজিয়ামের ব্রাসেলসে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত হন। এ ঘটনার পর ইউরোপজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

/এএ/বিএ/