৬২ আরোহীসহ মিসরের বিমান ছিনতাই, ৪ বিদেশি নাগরিক জিম্মি

মিসরের হাইজ্যাক হওয়া বিমানমিসরের ইজিপ্ট এয়ারলাইনের অভ্যন্তরীণ রুটের বিমান আলেকজান্দ্রিয়া বিমানবন্দর থেকে ৬২ জন আরোহীসহ ছিনতাই হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিনতাইয়ের এই খবর নিশ্চিত করেছে। ছিনতাইয়ের পেছনে কারা রয়েছেন এবং কী কারণে বিমানটি ছিনতাই করা হয়েছে তা এখনও জানা যায়নি। ছিনতাই হওয়া বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হলেও ক্রু এবং ৪ বিদেশি নাগরিককে জিম্মি করে বাকীদের ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় প্লেনটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মিসরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।

সাইপ্রাসে ইজিপ্টএয়ার এমএস১৮১
এ৩২০ সিরিজের প্লেনটিকে ছিনতাইকারী সাইপ্রাসে অবতরণ করানোর চেষ্টা করে। পরে এটি দেশটির বন্দরনগরী লারনাকায় অবস্থিত লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। প্লেনটিতে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সাইপ্রাস কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান।

/এমপি/বিএ/