সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ: চীনা সম্পাদকের পদত্যাগ

nonameসংবাদমাধ্যমের ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন এক চীনা সম্পাদক। সোমবার ইউ শাওলেই নামের ওই সাংবাদিক অনলাইনে তার পদত্যাগপত্র প্রকাশ করেন।
সাউদারন মেট্রোপলিস ডেইলির সম্পাদক ইউ শাওলেই তার পদত্যাগপত্রে জানান, তিনি আর কম্যুনিস্ট পার্টির মতামত অনুসরণ করে সাংবাদিকতা করতে পারবেন না। তিনি তার বার্তায় এ-ও জানান, তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোর ওয়ালগুলোও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পিছপা হননি শাওলেই। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে চীনের প্রেসিডেন্ট জি জিংপিং বলেছেন, সাংবাদিকদের অবশ্যই কম্যুনিস্ট পার্টির প্রতি অনুগত থাকতে হবে।
শাওলেই ‘পার্টির পদবি বহন করতে অসমর্থ হওয়া’কে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন।
অবশ্য শাওলেইএর এই পোস্ট তৎক্ষণাৎ অপসারণ করে ফেলা হয়। তবে মনিটরিং সাইট থেকে এখনও তা দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শাওলেই বিবিসিকে বলেন, এ প্রসঙ্গে তার আর কোন মন্তব্য করার নেই। যা বলার তা অনলাইনেই বলে দিয়েছেন তিনি। সূত্র- বিবিসি
/ইউআর/বিএ/