ব্রাজিলে পর্যটনমন্ত্রীর পদত্যাগ, বিপাকে প্রেসিডেন্ট রোসেফ

nonameব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফকে চাপে ফেলতে পদত্যাগ করেছেন দেশটির পর্যটনমন্ত্রী হেনরিক এডুয়ার্দো আলভেজ। সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। দিলমা রোসেফের সঙ্গে জোটে থাকা নিয়ে দেশটির ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট –পিএমডিবির ভোটের ঠিক আগে তিনি পদত্যাগ করলেন।
পিএমডিবির প্রথম মন্ত্রী হিসেবে সরকার থেকে পদত্যাগ করেন আলভেজ। মঙ্গলবার দিলমা রোসেফের সঙ্গে সরকারি জোটে পিএমডিবি থাকবে কি না তা নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। দিলমার বিরুদ্ধে দলটির অভিযোগ, ক্রমবর্ধমান আর্থিক ঘাটতি লুকিয়ে রাখতে তিনি বেশ কিছু প্রতারণার আশ্রয় নিয়েছেন।
ব্রাজিলে সামরিক সরকারের আমলে কারাবন্দি ছিলেন দিলমা রোসেফ। ১৪ মাস আগে দ্বিতীয়বারের মতো তিনি দেশটির প্রেসিডেন্ট হন। ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সিনিয়র সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই তার জনপ্রিয়তায় ধস নামে।
কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার এডুয়ার্দো কুনহা ডিসেম্বরে দিলমা রোসেফের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনতে রাজি হয়েছেন।  গত সপ্তাহে রোসেফ দাবি করেছিলেন তিনি অন্যায় কিছু করছেন না। তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবকে ( ইম্পিচমেন্ট) ক্যু হিসেবে অভিহিত করেন রোসেফ। মঙ্গলবার পিএমডিবি’র জাতীয় নেতাদের বৈঠকের আগে সোমবার তিনি দলটির সাংসদদের সঙ্গে বৈঠক করেন।

noname

পিএমডিবির বেশ কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, তারা ইতোমধ্যে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে সিনেটর ভালদির রাউপ বলেন, ‘মঙ্গলবার আমরা সরকারের সঙ্গ ত্যাগ করছি’।

রোসেফের ইম্পিচমেন্ট হলে দেশটির প্রেসিডেন্ট হতে পারেন তার বর্তমান সহকারী ও পিএমডিবির প্রধান মাইকেল টেমের। রোসেফের দলের সংসদ সদস্যের মাত্র ৬৯ জন। নিম্নকক্ষে ইম্পিচমেন্ট এড়াতে হলে ৫১৩ জন সদস্যের এক তৃতীয়াংশের সমর্থন পেতে হতে তাকে।

২০০৩ সাল থেকে ব্রাজিলের ক্ষমতায় রয়েছে ওয়ার্কার্স পার্টি। ওই সময় লুলা সিলভা প্রথম সরকার গঠন করেন। সূত্র: বিবিসি।

/এএ/বিএ/