নাইজারে বোকো হারামের হামলায় ৬ সেনা নিহত

নাইজারের ম্যাপআফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র ইসলামপন্থী সংগঠন বোকো হারামের হামলায় দেশটির ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
নাইজেরিয়া সংলগ্ন সীমান্ত এলাকার দিফা শহরের কাছে বুধবার সকালে ওই হামলা হয়। সে সময় ৬ সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও তিন সেনা সদস্য আহত হন। দুই সপ্তাহ আগে ওই একই এলাকায় একটি সামরিক বহরের ওপর বোকো হারামের হামলা হয়েছিল। সে ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়।
বোকো হারাম মূলত নাইজেরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন হলেও তাদের মোকাবিলায় বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নাইজারের সেনাবাহিনীও বোকো হারামবিরোধী অভিযান চালিয়ে থাকে।
বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিবেশী দেশগুলোকে একই অবস্থানে নিয়ে আসতে পারায় পশ্চিমা বিশ্বে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসোফু বেশ সমাদৃত হয়ে থাকেন। বুধবার, দেশটিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনেও ইসোফু পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার তার শপথ নেওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি
/এফইউ/