মন্দিরে নারীর প্রবেশাধিকারের পক্ষে বোম্বে হাইকোর্টের রুল

ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করতে এক রুল জারি করেছে বোম্বে হাইকোর্ট। বুধবার এই রুলে মন্দিরে নারীর প্রবেশাধিকার সংরক্ষণ করে দেওয়া মহারাষ্ট্র সরকারের নিজস্ব আইন খারিজ করে দেয় আদালত।

প্রধান বিচারপতি ডি এইচ ওয়াগহেলার নেতৃত্বে হাইকোর্টের এক বেঞ্চের জারি করা ওই রুলে বলা হয়, ‘মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার বিষয়ে দায়দায়িত্ব মহারাষ্ট্র সরকারকেই নিতে হবে।’

eec7f98097941e383993e2f18c1247ff

এ ছাড়াও শুক্রবারের মধ্যে মহারাষ্ট্র হিন্দু প্লেসেস অ্যান্ড পাবলিক ওয়ারশিপ অ্যাক্ট, ১৯৫৬ বাস্তবায়ন করে পুলিশ ও জেলা প্রশাসকদের মাধ্যমে এক সার্কুলার ইস্যু করারও নির্দেশ দেওয়া হয় হাইকোর্ট থেকে।

প্রসঙ্গত, এর আগে বিদ্যা বল(৭০) ও নিলীমা ভারটেক(৬৪) নামের দুই নারী মহারাষ্ট্রের হিন্দু মন্দিরে নারীর জন্য বৈষম্যমূলক ব্যবস্থাকে প্রশ্ন করে এক পিটিশন দায়ের করেন।

হাইকোর্টের বিচারকরা বলেন, যেখানেই নারীদের মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, সেখানেই নারীরা পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন, পুলিশকে সেই সব অভিযোগ গ্রহণ করতে হবে।

পিটিশনারদের আইনজীবী অ্যাডভোকেট কল্যাণী তুলাঙ্কার জানান, শিংনাপুর মন্দিরে নারীর প্রবেশাধিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সূত্র দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/