নকশায় ত্রুটি ছিল কলকাতার ধসে পড়া ফ্লাইওভারের

1নকশায় ভুল থাকার কারণেই কলকাতার নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়েছে। প্রযুক্তিবিদদের মতামত নিয়ে করা এক প্রতিবেদনে এমন দাবি করেছে কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্তবাজার পত্রিকা। আর যে প্রতিষ্ঠানটি নির্মাণ কাজে জড়িত ছিল, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ড সরকার তাদের কালো তালিকাভূক্ত করেছিল। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনা থেকে কলকাতা মেট্রোপলিট্রন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডি দায় এড়াতে পারে না।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কেএমডিএ ওই ফ্লাইওভার নির্মাণের কাজ দিয়েছিল হায়দারাবাদের একটি নির্মাণ সংস্থা ‘আইভিআরসিএল’-কে! এই সংস্থাটিকে আগেই কালো তালিকাভুক্ত করে দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। তাকে কালো তালিকায় ফেলে দিয়েছিল ঝাড়খণ্ড সরকারও। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের শুরু করা তদন্তের প্রেক্ষিতে ওই সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছিল অন্ধ্রপ্রদেশ সরকারও। ‘আইভিআরসিএল’-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, কাজের যথাযথ পরিবেশ গড়ে তুলতে না পারায় সংস্থাটির দুই কর্মীর মৃত্যু হয়েছে।
প্রযুক্তিবিদরা আনন্দবাজারকে বলেছেন, মূলত ওই উড়ালপুলের নকশায় ভুল ছিল বলেই  বৃহস্পতিবার এত বড় দুর্ঘটনা ঘটেছে। বড়সড় ত্রুটি ছিল ওই উড়ালপুলের গার্ডার স্ল্যাব নির্মাণে। যতটা ভারী থাকা উচিত সেই স্ল্যাবগুলি, তার চেয়ে সেগুলি অনেক অনেক বেশি ভারী ছিল। তাই সেগুলি ভেঙে পড়েছে। সূত্র: আনন্দবাজার 

/বিএ/