কলকাতার ফ্লাইওভার ধস

ধ্বংসস্তূপ থেকে এখনও বের হচ্ছে মরদেহ, পুলিশি হেফাজতে ধৃতরা







ফ্লাইওভারটি যখন ধসে পড়ে তখন বেশকিছু যানবাহন এর নিচে চাপা পড়ে।কলকাতার নির্মাণাধীন ফ্লাইওভার ধসের ঘটনায় শনিবার সকালেও ধ্বংসস্তূপের তলা থেকে আরও দুই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। শুক্রবার রাত পর্যন্ত দেওয়া সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ২৪। এদিকে গ্রেফতার হওয়া নির্মাণ সংস্থার তিন কর্মকর্তাকে নয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে গণেশ টকিজের কাছে ভেঙে পড়ে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ। এ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। বৃহস্পতিবার সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। কলকাতা পুলিশ ও দমকল কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল শনিবার সকালে। একটি মন্দিরের সামনে জমে থাকা ধ্বংসস্তূপের দিক থেকেই ওই দুর্গন্ধ আসছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, দমকল বাহিনী এবং কলকাতা পুলিশের কর্মীরা ওই অংশে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। বেলা সাড়ে ১১টা নাগাদ দু’টি মৃতদেহ উদ্ধার হয় সেখান থেকে। ফ্লাইওভারের ধ্বংসাবশেষের অনেকটাই এখনো সরানো বাকি। সেটা সরানো হলে আরও মৃতদেহ মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ফ্লাইওভার ধসের ঘটনায় গ্রেফতার হওয়া নির্মাণ সংস্থার তিন কর্তাকে আজ আদালতে তোলা হয়। তাদের তিন জনের বিরুদ্ধেই খুনের মামলা দায়ের হয়েছে। আদালত তাদের ৯ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সূত্র: আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস
/বিএ/