বিমান হামলায় আল-নুসরা ফ্রন্ট নেতা নিহত

nonameএক বিমান হামলায় সিরিয়ান আল কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠন আল-নুসরা ফ্রন্টের এক নেতার মৃত্যু হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা এবং বিদ্রোহীদের বরাতে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, রবিবার বিদ্রোহী অধ্যুষিত উত্তর-পশ্চিম প্রদেশে বিদেশি জিহাদিসহ অন্তত ২০ জঙ্গির মৃত্যু হয়।
দ্য সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস সূত্র জানায়, দ্য সিরিয়ান নামে খ্যাত আবু ফিরাসের মৃত্যু ঘটেছে, তবে তা সিরিয়ার নাকি রাশিয়ার বিমান হামলায় হয়েছে তা এখনও নিশ্চিত নয়। আবু ফিরাস নেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি নুসরা ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিবৃতি দেন।
অপর এক ইসলামিস্ট সংগঠন সূত্র জানায়, আবু ফিরাস ১৯৮০ সালে গঠিত এক জঙ্গিদলের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছেন ও ওসামা বিন লাদেনের সঙ্গে কাজ করেছেন। আবু ফিরাসের জন্মস্থান দামেস্কাসের কাছে মাদায়ায়। সূত্র-গার্ডিয়ান
/ইউআর/বিএ/