জাকার্তার রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

জাকার্তার বিমানবন্দরে দুটি বিমানের সংঘর্ষইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। সেসময় একটি বিমানের ডানা আগুনে পুড়ে গেছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সোমবার রাতে বাতিক এয়ারের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়ন করতে যাচ্ছিল। তখন হঠাৎ করে রানওয়ের মাঝ বরাবর আরেকটি বিমানের পেছন অংশে বাতিক এয়ার নামের বিমানটির একটি পাখার ধাক্কা লাগে। এ সময় বাতিক এয়ারের বিমানের ডানায় আগুন ধরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার রাতে দুই বিমানের সংঘর্ষে কেউ আহত বা নিহত হয়নি। তবে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। বিবিসি জানিয়েছে, বাতিক এয়ারের বিমানে ৪৯ যাত্রী এবং কয়েকজন ক্রু ছিলেন।
সোমবার রাতে দুই বিমানের সংঘর্ষের পর জাকার্র্তার হালিম পারদানাকুসুমা নামের বিমানবন্দরটি সাময়িক বন্ধ রাখা হয়। সূত্র: বিবিসি

/এফইউ/