আইএসের হাত থেকে সিরীয় শহর পুনরুদ্ধার

সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর আল-রাই ছিনিয়ে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে। এ জয় আলেপ্পো পুনরুদ্ধারে জ্বালানি যোগাবে বলে মনে করা হচ্ছে।

টানা কয়েকদিন ব্যাপক লড়াইয়ের পর আল-রাই ছিনিয়ে নেয় বিদ্রোহীরা। আর এতে করে এই পথে তুরস্ক থেকে বিদ্রোহীদের জন্য সহায়তার রুটটি নিরাপদ হলো।

এদিকে, রাজধানী দামেস্কের পূর্বে দুমেইর শহরের পাশে অবস্থিত সিমেন্ট কারখানা থেকে অপহৃত কর্মীদের এখনো কোনো সন্ধান মেলেনি। গত সোমবার (০৪ এপ্রিল) কারখানাটিতে হামলা চালায় আইএস। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন সেখানকার ২৫০ কর্মী।

সম্প্রতি সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস।

সম্প্রতি সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। গত কয়েক দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক শহর তাদের হাতছাড়া হয়েছে।

প্রাচীন শহর পালমিরার একদিন পরই আল কারাতিয়ান শহরটিও সিরীয় বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। একে আইএসের গালে চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। গত আগস্টে আল কারাতিয়ান শহর দখল করে নিয়েছিল আইএস। শহরটি দখল করেই শত শত মানুষকে অপহরণ করে তারা। এদের অনেককেই পরে ছেড়ে দিয়েছিল তারা। অপহৃতদের মধ্যে অনেক খ্রিস্টান ছিল।

/এমপি/