গাছের পাতা যেভাবে বাঁচিয়ে দিলো ৩ নাবিককে

গাছের পাতা দিয়ে ‘হেল্প’ লিখে ৩ নাবিকের উদ্ধারপাম গাছের পাতা দিয়ে সৈকতে ‘হেল্প’ লিখে রেখেছিলেন তিন নাবিক। আর তা দেখেই নির্জন দ্বীপে আটকে পড়া ওই তিন নাবিককে উদ্ধার করে মার্কিন নৌবাহিনী।
প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের ফানাডিক দ্বীপ থেকে বৃহস্পতিবার ওই তিনজন নাবিককে উদ্ধার করা হয়। তারা সোমবার মাইক্রোনেশিয়া থেকে রওনা হবার পর বড় ঢেউয়ের আঘাতে তাদের নৌকাটি ডুবে যায়। এরপর তারা সারারাত ধরে ভেসে ওই দ্বীপে এসে পৌঁছান।
তিন দিন ধরে তারা ফানাডিক দ্বীপে আটকা পড়েছিলেন। তারা উজ্জ্বল বর্ণের একটি পাম গাছের পাতায় ‘হেল্প’ লিখে সৈকতে রেখে দেন।
এদিকে, ওই তিন নাবিক নিখোঁজের খবর জানতে পেরে তল্লাশি শুরু করে মার্কিন নৌবাহিনী। হেলিকপ্টার থেকে ওই ‘হেল্প’ লেখাটি মার্কিন উদ্ধারকারী দলের নজরে পড়লে তারা তাদের উদ্ধার করে। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/