ছবিতে কেট-উইলিয়ামের ভারত সফর

ভারত সফরের প্রথমদিনটি বেশ উচ্ছ্বাসের সঙ্গে পার করলেন ব্রিটিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ৭ দিনের ভারত ও ভুটান সফরের অংশ হিসেবে রবিবার দুপুরের কিছু সময় আগে মুম্বাইয়ের বিমানবন্দরে অবতরণ করেন তারা। এটিই তাদের প্রথম ভারত সফর। ভারতের পৌঁছানোর পর ও দম্পতি তাজ প্যালেস হোটেলে ২০০৮ সালে মুম্বাই হামলায় নিহতদের স্মরণে স্থাপিত ফলকে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর তারা ওভাল ময়দানে সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন। ভারতের সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকারের সঙ্গেও ক্রিকেট খেলেছেন কেট মিডলটন। দেখুন, তাদের ভারত সফরের কিছু ছবি-

 

noname

ওভাল ময়দানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ক্রিকেট খেলার সময় ব্যাট হাতে প্রিন্স উইলিয়াম

 

 

ক্রিকেট খেলছেন কেট মিডলটন। এ যেন ছয় হাঁকানোর চেষ্টা!

 

 

nonameসুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নানা কসরতেও অংশ নেন কেট।

 

nonameআউট! ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শচিন টেন্ডুলকারের বলে কট আউট হয়ে যান কেট মিডলটন

 

nonameকেটকে কট আউট করার চেষ্টা উইলিয়ামের

 

nonameকেট মিডলটনের খেলার প্রশংসা করে শচিন বলেন, ‘তিনি ব্যাটিং, ফিল্ডিং সবই করেছেন!’

nonameওভাল ময়দানে পাশাপাশি উইলিয়াম ও কেট

 

nonameএবার অটোগ্রাফ দেওয়ার পালা

 

nonameহোটেল তাজে মুম্বাই হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান রাজদম্পতি

 

nonameমুম্বাই হামলায় নিহতদের স্মরণে স্থাপিত স্মৃতি ফলকের সামনে উইলিয়াম ও কেট

 

nonameতাজ প্যালেসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন রাজদম্পতি

 

nonameউইলিয়াম ও কেটকে স্বাগত জানিয়ে স্থানীয়রা তাদের চেহারাসম্বলিত মুখোশ পরেছেন

 

nonameউইলিয়াম ও কেটের মুখোশ পরে ক্রিকেট খেলছে পথশিশুরাও

 

সূত্র: ডেইলি মেইল

/এফইউ/