X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৫, ২০:৪৯আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:৪৯

যুক্তরাজ্য ও জার্মানি একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। এই চুক্তির আওতায় একে অপরের বিরুদ্ধে হুমকি দেখা দিলে পারস্পরিক সহায়তার শর্ত থাকবে। এই চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজন কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম  পলিটিকো এ খবর জানিয়েছে।

লন্ডনভিত্তিক দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, আগামী ১৭ জুলাই দুই দেশের পার্লামেন্ট গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার আগেই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সাবেক জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস গত গ্রীষ্মে একটি যৌথ ঘোষণার মাধ্যমে এই চুক্তির ভিত্তি স্থাপন করেন। তখনই তারা শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

চুক্তির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি হচ্ছে প্রতিরক্ষা ধারা। এটি গত বছর স্বাক্ষরিত ট্রিনিটি হাউজ চুক্তির ভিত্তির ওপর গঠিত। ওই চুক্তিতে বলা হয়েছিল, এক দেশের ওপর কৌশলগত হুমকি অন্য দেশের ওপরও হুমকি হিসেবে বিবেচিত হবে।

এই ধারা কার্যকর হলে দুটি ইউরোপীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠবে জার্মানির। বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস ইউরোপের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রনির্ভরতা কমানোর পক্ষে রয়েছেন।

চুক্তিতে ন্যাটোর প্রতি উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলেও এতে পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে ইউরোপীয় মিত্রদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের উদ্যোগ। বিশেষ করে এমন এক  সময়ে যখন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ট্রান্সআটলান্টিক প্রতিরক্ষা জোট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে।

প্রতিরক্ষা ছাড়াও চুক্তিতে অবৈধ অভিবাসন মোকাবিলা, পরিবহন, গবেষণা ও উদ্ভাবনে যৌথ কর্মসূচির উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে।

চুক্তিটি মোট ১৮ দফা আলোচনার ফল। এর মধ্যে তিনটি বৈঠক হয়েছে বার্লিনে এবং দুটি লন্ডনে।

জার্মান পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেন, এই চুক্তিতে আমাদের সম্পর্কের প্রতিটি দিক অন্তর্ভুক্ত থাকবে।

তবে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল