শরণার্থী শিবির পরিদর্শন করবেন পোপ

গ্রিসের লেসবসে অবস্থিত শরণার্থী শিবির পরিদর্শন করবেন পোপ ফ্রান্সিস। লেসবসের ওই শরণার্থী শিবিরে অন্তত ৩ হাজার অভিবাসন প্রত্যাশী আশ্রয় বা দ্বীপান্তরের জন্য অপেক্ষায় আছেন।

গত কয়েক বছরে ইউরোপে প্রবেশ করতে ব্যর্থ হয়ে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা এই আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

পোপ ফ্রান্সিস

ভ্যটিকান থেকে জানানো হয়েছে, পোপ পাঁচ ঘণ্টার জন্য এই শরণার্থী শিবির সফর করবেন। তার এই সফরের মূল উদ্দেশ্য মানবিক ও ধর্মীয়। আশ্রয় বা দ্বীপান্তর নিয়ে কোন আলোচনা বা সমালোচনায় যাবেন না তিনি।বরং সংকটের সময়কে ভ্যাটিকান কিভাবে দেখে সে দিকে বিশ্বেএ নজর ফেরানোর জন্যই তিনি এই সফর করবেন।

_89260002_89260001

ভীতি, সংকট ও কঠিন সময় পাড় করা শরণার্থীদের সঙ্গে দেখা করে তাদের প্রতি সহমর্মিতার ডাক দেবেন পোপ। এ ছাড়াও সফরকালে যারা ইউরোপে পৌঁছানোর পথে সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পোপ ফ্রান্সিস।পোপ নৈতিকতার বার্তা নিয়ে আসছেন, সংকটের সমাধান নয়।

 

সূত্রঃ বিবিসি

/ইউআর/