সরকারি চাকরিতে দুই লক্ষাধিক জনবল নিয়োগ দেবে ভারত

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর আসছে ভারতে। আগামী দুই বছরে সরকারি চাকরিতে প্রায় দুই লাখ ২০ হাজার জনবল নিয়োগ দেবে দেশটির কেন্দ্রীয় সরকার। সূত্রের বরাত দিয়ে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

ভারতে গত বেশ কয়েক বছর কেন্দ্রীয় সরকারের অধীনে সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ ছিল। তবে জনবল সংকট দেখা দেওয়ার ফলে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Job

২০১৫ সালের ১ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের মোট জনবল ছিল ৩৩ লাখ ৫ হাজার। ২০১৭ সালের ১ মার্চের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ৩৫ লাখ ২৩ হাজার করার পরিকল্পনা করছে সরকার।

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৬

এই নতুন নিয়োগ যেসব বিভাগ বা দফতরে হবে, তার মধ্যে রয়েছে রেলও। রেল বিভাগে বর্তমানে জনবল সংখ্যা ১৩ লাখ ২৬ হাজার ৪৩৭ জন। গত তিন বছরে কোনও নতুন নিয়োগ না হওয়ায় রেল বিভাগ রীতিমতো কর্মী সংকটে ভুগছে। এই নতুন নিয়োগের মধ্যে অবশ্য বাদ থাকছে প্রতিরক্ষা দফতর।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই অস্ট্রেলীয় নিহতের দাবি আল কায়েদার

সবচেয়ে বেশি সংখ্যক জনবল নিয়োগ করা হবে শুল্ক বিভাগে, যার মধ্যে রয়েছে আয়কর, কাস্টমস এবং এক্সাইজ। শুল্ক বিভাগে নতুন ৭০ হাজার কর্মী নিয়োগ করা হবে। এর পরেই রয়েছে আধাসেনা, যেখানে নতুন নিয়োগ হবে ৪৭ হাজার। সরকারি কাজে সাহায্য করার জন্য ক্যাবিনেট সেক্রেটারিয়েটে নেওয়া হবে নতুন ৩০১ জন কর্মী। তবে আশ্চর্যজনকভাবে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দফতর, সেই গ্রামীণ উন্নয়নে নতুন কোনও জনবল নিয়োগ করা হবে না। যদিও গত এক বছরে এই দফতরে কর্মীসংখ্যা ৫৩৮ থেকে কমে ৪৭২-এ দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ইরাকে নতুন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ থাকায় ছয় লাখেরও বেশি পদ খালি পড়ে আছে। বিশেষ করে কিছু কিছু বিভাগে জনবল সংকট চূড়ান্ত আকার ধারণ করেছে। এই অবস্থায় উল্লেখযোগ্য সংখ্যক নতুন নিয়োগের মাধ্যমে পরিস্থিতি কিছুটা সামাল দিতে চাইছে ভারতের কেন্দ্রীয় সরকার। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/