অস্ট্রেলিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ জুলাই।

সোমবার (১৮ এপ্রিল) অস্ট্রেলীয় পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সরকারের প্রস্তাবিত কয়েকটি আইন খারিজ করা হয়। এ নিয়ে দ্বিতীয় বার এমনটি ঘটলো। এর পরদিনই টার্নবুল এক সংবাদ সম্মেলনে আগাম নির্বাচনের ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, ৩ মে বাজেট পাস হওয়ার পর গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করবেন তিনি।

আরও পড়ুন: আরও ২০০ মিলিয়ন পেসো ফেরত দিলেন সেই ক্যাসিনো ব্যবসায়ী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস-এ পাস হওয়া আইন সিনেটে দুইবার আটকে গেলে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের বিধান রয়েছে।

আরও পড়ুন: তেলের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ওপেক বৈঠক

পেশায় আইনজীবী টার্নবুল তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। মাইনিং বা খনিজ সম্পদ উত্তোলনকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার অর্থনীতিকে নতুন দিক নির্দেশনা দেওয়ার দাবি করেন তিনি। এর বিপরীতে, লেবার পার্টির প্রচারণায় প্রাধান্য পাচ্ছে স্বাস্থ্য, শিক্ষাকে কেন্দ্র করে জাতি গঠনের প্রশ্নটি।

আরও পড়ুন: আরসিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ফিলিপাইন!

ধারণা করা হচ্ছে, টার্নবুলের জনপ্রিয়তা সত্ত্বেও আগামী নির্বাচনে লেবার পার্টি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নির্বাচনে জয়ের জন্য তাদের দরকার আরও ২১টি আসন এবং ৪ দশমিক ৩ শতাংশ ভোট। সূত্র: বিবিসি।

/এসএ/