যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি গ্রামে একই পরিবারের ৮ সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। রাজ্যের অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি আরও জানান, শুক্রবারের এই হত্যাকাণ্ডের কোন কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বেশ কয়েকটি বাহিনীর কর্মকর্তারা তদন্ত করতে পাইক কাউন্টির ইউনিয়ন হিল রোডের ঘটনাস্থলে গিয়েছেন।

_89401451_scene

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ধারণা করা হচ্ছে একটি পারিবারিক পরিবেশে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।তবে এই হত্যাযজ্ঞ থেকে বেঁচে গিয়েছে তিনটি শিশু। অপ্রাপ্তবয়স্ক নিহতের বয়স ১৬।

আরও পড়ুনঃ জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলের কথা জানালেন হিলারি

পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার বলেন, ‘রোডেন নামের এই পরিবারকে সম্ভবত আগেই লক্ষ্যবস্তু করা হয়েছিলো। পরিকল্পনামাফিক হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।’


তিনি আরও জানান, মৃতদের মধ্যে অনেককেই তাদের বিছানায় পাওয়া গিয়েছে। সম্ভবত রাতের অন্ধকারে ঘুমের মধ্যে গুলি করে মেরে ফেলা হয়েছে তাদের।

এই হত্যার ঘটনার তদন্ত চলছে। ওই অঞ্চলে আতঙ্কের সৃষ্টি হওয়ায় শিশুদের স্কুলগুলো তাদের কার্যক্রম স্থগিত রেখেছে বলেও জানায় পুলিশ।

সূত্রঃবিবিসি

/ইউআর/