যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যার হার

যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার বাড়ছে বলে জানা গেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে।শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত তিন দশকের মধ্যে আত্মহত্যার হার বর্তমানে সবচেয়ে বেশি।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি ১ লক্ষ জনে ১৩ জন আত্মহত্যা করেন যা ১৯৮৬ সালের পর থেকে সবচেয়ে বেশি।   

_89400193_istock_000083297685_medium

দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওই প্রতিবেদনে আত্মহত্যার হার বাড়ার পেছনে কোন কারণ ব্যখ্যা করা হয়নি।প্রতিবেদনটিতে আত্মহত্যাকারীদের শিক্ষাগত যোগ্যতা বা উপার্জনের ভিত্তিতে কোন ধরনেও ফেলা হয়নি।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চিকিৎসকের দেওয়া ঔষধের অপব্যবহার ও ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির প্রফেসর রবার্ট ডি পুটনাম বলেন, ‘দারিদ্র, হতাশা ও সুস্বাস্থ্যের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে।’

আরও পড়ুনঃ ‘আত্মহত্যা করেননি প্রিন্স’

প্রসঙ্গত, ২০১৪ সালে ১৪ হাজারেরও বেশি শ্বেতাঙ্গ মার্কিন মধ্যবয়সী মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন।

সূত্রঃবিবিসি

/ইউআর/