রাণী এলিজাবেথের স্বামী যখন ওবামা-মিশেলের গাড়িচালক

সশস্ত্র প্রহরী ও দক্ষ চালক ছাড়া সাধারণত কোনও গাড়িতে চড়েন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা। তবে ব্যতিক্রমী চরিত্রের অধিকারী বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওবামা শুক্রবার আবারও এক বিরল ব্যতিক্রমের জন্ম দেন। কোনও রকম সশস্ত্র প্রহরী ছাড়াই রাণী এলিজাবেথের ৯০তম জন্মদিনের উৎসবে যোগ দিতে উইন্ডসোর ক্যাসেলে যান ওবামা ও তার স্ত্রী মিশেল।

ওবামা দম্পতিকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রিন্স ফিলিপ

অতিথিরা একটি রেঞ্জ রোভার গাড়িতে করে উৎসবে যোগ দিতে যান। সেই গাড়িটি চালিয়ে নিয়ে যান ব্রিটিশ রাজপরিবারের সদস্য, রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৪ বছর বয়সী ডিউক অব এডিনবারগ প্রিন্স ফিলিপ।

বারাক ওবামা রসিকতা করে বলেন, ‘বলতে বাধ্য হচ্ছি, এর আগে কোনদিন কোন ডিউকের চালানো গাড়িতে চড়িনি আমি। জানতে চাইলে বলব- যাত্রাটি ছিল খুবই ভালো।’

আরও পড়ুনঃ ওবামার সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের কনিষ্ঠতম সদস্য (দেখুন ছবিতে)

তিনি আরও বলেন, ‘ব্রিটেনের রাণী আমার অনুপ্রেরণার উৎস। তিনি সবসময় আমার প্রিয় মানুষদের তালিকায় ছিলেন।’ 

এর আগে প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই চারবার ব্রিটেন সফরে এসেছেন।এবার রাণীর ৯০তম জন্মবার্ষিকীতে ওবামা দম্পতি রাণী ও তার স্বামী ডিউকের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সূত্র: এনডিটিভি

/ইউআর/বিএ/