অধ্যাপক হত্যার ঘটনায় অ্যামনেস্টির নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান

Untitled-1রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দোষীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলা কেটে খুন

শনিবার সকালে রাজশাহীর শালবন এলাকায়  ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যা করা হয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি শালবন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
এ ঘটনায় এখনও কেউ দায় স্বীকার না করলেও এর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার আশঙ্কা করছে পুলিশ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকেও হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামী জঙ্গিদের স্টাইলের মিল খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ, রবিবার ক্লাস বর্জন

হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক চম্পা প্যাটেল বলেন, ‘রেজাউল  করিম সিদ্দিকীর নৃশংস হত্যাকাণ্ড অমার্জনীয়। যারা দোষী, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এই হত্যাকাণ্ডের সঙ্গে অসাম্প্রদায়িক লেখক-ব্লগারদের হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ইসলামী জঙ্গিদের হামলার ধরনে মিল পাওয়া যায়। এইসব হত্যাকাণ্ড থামতে কর্তৃপক্ষের আরও বেশি কিছু করা উচিত।’ তিনি মনে করিয়ে দেন, গত বছরে এই ধরনের বিভিন্ন হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকেও বিচারের আওতায় আনা যায়নি।

আরও পড়ুন: অধ্যাপক রেজাউলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি  বিভাগ সূত্রে জানা গেছে, অধ্যাপক রেজাউল করিম ‘কোমলগান্ধ্যার’ নামে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা সম্পাদনা করতেন। তিনি ভালো সেতার বাজাতেন এবং ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক বিষয়ক সংগঠনের উপদেষ্টা ছিলেন।

/বিএ/