সেন্ট্রাল আফ্রিকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘর্ষে নিহত ২০

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। রবিবার দেশটিতে অবস্থিত জাতিসংঘ মিশন এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশন জানায়, সংঘর্ষ থামাতে শান্তিরক্ষীরা কাগা বান্দোরোতে অবস্থান নিয়েছে। এই এলাকারে কাছেই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র নিহতের সংখ্যা ২৬ বলে জানিয়েছেন। তিনি জানান, প্রধানত মুসলিম সেলেকা বিদ্রোহী গোষ্ঠী বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে হত্যা করেছে।

২০১৩ সালে মার্চ মাস থেকে উপদলীয় সহিংসতা শুরু হয় দেশটিতে। ওই সময় খ্রিস্টান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কোয়েস বোজিজেকে সেলেকা বিদ্রোহীরা উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর মুসলমানদের ওপর নৃশংসতা চালিয়ে সেলেকাদের ক্ষমতা থেকে উৎখাত করে বালাকাবিরোধী খ্রিস্টান মিলিশিয়ারা।

এরপর থেকে কয়েক হাজার মানুষ নিহত এবং কয়েক লাখ মানুষ গৃহহারা হয়েছেন। প্রায় ১১ হাজার জাতিসংঘের শান্তিরক্ষী দেশটিতে মোতায়েন করা হয়েছে, যা মিনুসকা মিশন নামে পরিচিতি। সূত্র: বিবিসি।

/এএ/