লিবিয়ায় শতাধিক শরণার্থী বোঝাই নৌকাডুবি

libyaলিবিয়া উপকূলে ত্রিপোলির কাছে শতাধিক শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় কোস্টগার্ড কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশসংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাসেম জানান, ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় শহরতলী গারগারেশ নৌকাডুবি হয়েছে। নৌকাই ১২০ জন শরণার্থী ছিলেন। নৌকাডুবির পর ২৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও নিখোঁজ রয়েছেন ৯৭ জনের মতো। নিখোঁজদের মধ্যে ১৫জন নারী ও শিশু রয়েছে। বেশিরভাগই আফ্রিকান শরণার্থী।

মাত্র দুই সপ্তাহ আগে লিবিয়া উপকূলে ১৪৬ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবারের সর্বশেষ নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে প্রবেশের প্রধান পথ হয়ে ওঠেছে লিবিয়া। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুসারে,  চলতি বছর এ পর্যন্ত অন্তত ৫৯০ জন মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। সূত্র: বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/