লিবিয়া উপকূলে ফের শরণার্থী বোঝাই নৌকাডুবি, নিহত অন্তত ২০

ডিঙ্গিতে করে শরণার্থীদের উদ্ধার করা হয়ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ফের শরণার্থী বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। রবিবার ইউরোপ পাড়ি দিতে রওনা দেওয়া শরণার্থী বোঝাই এই নৌকাডুবির ফলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শরণার্থীদের নিয়ে ফিনিক্স জাহাজটি ডুবে গেলে এ প্রাণহানির এ ঘটনা ঘটে। মাল্টাভিত্তিক অভিবাসন সহযোগিতা সংস্থা ২০টি মৃতদেহ উদ্ধার করেছে।

এর আগে শনিবার লিবিয়া উপকূলে ৩ হাজার শরণার্থীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। আর শুক্রবার উদ্ধার করা হয় প্রায় ২ হাজার শরণার্থীকে।

অভিবাসী নিয়ে কাজ এনজিওগুলো জানিয়েছে, অনুকূল আবহাওয়ার কারণে অনেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছার চেষ্টা করছে।

চলতি বছর লিবিয়া উপকূলে প্রায় ৬৬৬ জন শরণার্থীর প্রাণহানি বা নিখোঁজ রয়েছেন। সূত্র: রয়টার্স, মিডলইস্ট আই।

/এএ/