মিসরে গির্জায় বন্দুকধারীর হামলা, হতাহতের আশঙ্কা

মিসরে একটি গির্জায় বন্দুকধারী বড় ধরনের হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার দেশটির রাজধানী কায়রো কাছে একটি গির্জায় এই হামলা হয়। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

_99401298_egypt_cairo_1217

খবরে বলা হয়েছে, বন্দুকধারী মারমিনা গির্জায় প্রবেশের আগে পাঁচ নিরাপত্তারক্ষীকে আহত করে। পরে নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

মিসরের স্থানীয় সংবাদমাধ্যমগুলো দ্বিতীয় আরেকজন হামলাকারীর উপস্থিতির কথা বলা হচ্ছে। নিহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন।

গির্জায় হামলাটি দায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। পুরো বছরজুড়ে ইসলামিক স্টেট (আইএস) খ্রিস্টানদের লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।

মে মাসে সশস্ত্র একটি সেন্ট্রাল মিসরের হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করে। এর এক মাস আগে দুটি বোমা হামলায় ৪৪ জন নিহত হয়।