আফ্রিকার মালাওইতে বর্ণবাদের অভিযোগে স্থগিত গান্ধীর ভাস্কর্য নির্মাণ

বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগে আফ্রিকার দেশ মালাওইতে মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। অভিযোগে বলা হয়েছে, জীবিত থাকা অবস্থায় গান্ধী বর্ণবাদী ভাষা ব্যবহার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এখবর জানিয়েছে।

_104123731_gandhi

গান্ধীর বর্ণবাদী পরিচয় তুলে ধরে দু'বছর আগে ঘানার দুই বিশ্ববিদ্যালয় অধ্যাপক তাদের ক্যাম্পাস থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার ডাক দেন। ভারতের জাতির পিতার লেখা থেকে প্রমাণ তুলে ধরে তারা বলেন, গান্ধী আফ্রিকানদের 'বর্বর অথবা আফ্রিকার আদিবাসী' এবং 'কাফির' বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, ‘কাফির’ শব্দটি কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের প্রতি বর্ণবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করা হতো।

'গান্ধী মাস্ট ফল' নামের একটি আন্দোলনকারী সংগঠন আদালতে এক আবেদনে অভিযোগ করেছে, ‘কৃষ্ণাঙ্গ হিসেবে আমরা বলতে পারি এই ধরনের বাক্য ব্যবহারে গান্ধীর প্রতি ঘৃণা এবং বিরাগ প্রকাশিত হচ্ছে।’ এরপর আদালত ওই ভাস্কর্য নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

ভারতের সঙ্গে এক কোটি ডলারের এক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ওই গান্ধী ভাস্কর্য তৈরির কথা ছিল। এই চুক্তি অনুযায়ী, মালওইর বাণিজ্যিক রাজধানী ব্ল্যানটায়ারে একটি কনভেনশন সেন্টারের নামকরণ হওয়ার কথা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এই নেতার নামে।

স্থানীয় সংবাদপত্র দ্য সেশন জানায়, ভারতের উপরাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডুর এই সেন্টার এবং ভাস্কর্য উদ্বোধন করার কথা ছিল।

গান্ধী ভারতের স্বাধীনতার নায়ক হলেও আফ্রিকায় তার ২০ বছরের জীবনের নানা দিক নিয়ে বিভিন্ন সমালোচনা রয়েছে। এই ভাস্কর্য নির্মাণে জনগণের কোনও উপকার হবে না বলে যুক্তি দেখিয়ে ৩ হাজার নাগরিক এক আবেদনে স্বাক্ষর করেছেন।