শততম জন্মদিন পালনে গির্জায় হাজির ঘানার গ্র্যান্ড মুফতি

আফ্রিকার দেশ ঘানার প্রধান ইমাম একজন স্বল্পভাষী মানুষ। কথা কম বললেও তিনি ঠিকই জানেন কীভাবে আলোচনার জন্ম দিতে হয়। শততম জন্মদিন পালনের অংশ হিসেবে তিনি একটি ক্যাথলিক গির্জার প্রার্থনায় হাজির হয়েছেন।

_106909230_christ-the-king-parish-accr

আকরার ক্রাইস্ট দ্য কিং ক্যাথলিক গির্জার ইস্টার প্রার্থনায় সামনের সারিতে বসা শেখ ওসমান শারুবুতুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘানার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের গ্র্যান্ড মুফতি ও নেতা হিসেবে তিনি শান্তি স্থাপন করতে চান আন্তঃধর্মীয় সম্প্রীতির মাধ্যমে।

গির্জায় এই ইমামের উপস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠে কারণ ওই একই দিনেই শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণে আড়াই শতাধিক মানুষ নিহত হন ইসলামি আত্মঘাতীর হামলায়।

সামাজিক মাধ্যমে শেখ ওসমানকে গির্জায় উপস্থিত হওয়ার জন্য অন্ধকারে এক উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

অবশ্য গির্জায় এই গ্র্যান্ড মুফতির উপস্থিতি নিয়ে সবাইকে যে খুশি তা নয়। অনেকেই তার সমালোচনা করছেন। মুসলমান হয়ে খ্রিস্টানদের প্রার্থনায় অংশগ্রহণ করাকে সমালোচকরা জঘন্য বিষয় হিসেবে মনে করছেন। তবে শেখ শারুবুতুর দাবি, তিনি প্রার্থনা করতে যাননি। তিনি সেখানে গিয়েছিলেন মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সহিষ্ণুতার সম্পর্ক আরও গভীর করতে। সূত্র: বিবিসি।