আততায়ীর হামলা থেকে বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী

সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদক আততায়ীর হামলা থেকে বেঁচে গেছেন। সোমবার সকালে তার গাড়িবহর আততায়ীর হামলার মুখে পড়েছিল। দেশটির নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

20200309_2_41265542_52922963-scaled-e1583759226946

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানী খার্তুমের উত্তরে কোবার সেতু এলাকা পার হওয়ার পর সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ফেসবুকে এক বিবৃতিতে হামদক জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে তার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার কথা তুলে হামদক আরও বলেন, শান্তিপূর্ণ পদক্ষেপের মাধ্যমে বিপ্লকে সুরক্ষা দেওয়া হচ্ছে একটি উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি শান্তির জন্য।

যা ঘটেছে তাতে পরিবর্তনের উদ্যোগ থামবে না বলেও উল্লেখ করেন তিনি।