মারা গেলেন নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্ডজি

দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার নায়ক নেলসন ম্যান্ডেলার ৫৯ বছর বয়সী মেয়ে জিন্ডজি ম্যান্ডেলার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসি সোমবার জানায়, জোহানেসবার্গের একটি হাসপাতালে রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

a5292d4295ae4c83979b0ef30c040818_18

জিন্ডজি ২০১৫ সাল ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র পিউর মাবে জিন্ডজির মৃত্যুকে অসময়ে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের নিজেদের সমাজকে বদলানোর ক্ষেত্রে তার ভূমিকা রাখার এখনও সুযোগ ছিল। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে আরও বড় ধরনের অবদান রাখতে পারতেন তিনি।

তার মৃত্যুর বিষয়ে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া ও বিবৃতি জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকা ও এসওয়াতিনিতে (সাবেক সোয়াজিল্যান্ড) অধ্যয়ন করা জিন্ডজি দেশের স্বাধীনতা আন্দোলনে দীর্ঘদিন জড়িত ছিলেন।

১৯৮৫ সালে তৎকালীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পি ডব্লিউ বোথার দেওয়া মুক্তি প্রত্যাখ্যান করে নেলসন ম্যান্ডেলার চিঠি পাঠ করে আন্তর্জাতিক আলোচনায় আসেন জিন্ডজি।