গ্যাবনের প্রথম নারী প্রধানমন্ত্রী রাপোন্ডা

গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো অন্ডিম্বা প্রধানমন্ত্রী হিসেবে ওসৌকা রাপোন্ডা নামের এক নারীকে নিয়োগ দিয়েছেন। ওসৌকা দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

6644282e6f7140aeb9b04ba622020149_18

৫৬ বছরের রাপোন্ডা এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী জুলিয়েন কোগের স্থলাভিষিক্ত হবেন তিনি।

গ্যাবনের ইনস্টিটিউট অব ইকোনমি অ্যান্ড ফিন্যান্স থেকে স্নাতক পাস করা রাপোন্ডা সরকারি অর্থ বিশেষজ্ঞ। ২০১২ সালে তিনি প্রথম বাজেট মন্ত্রী হন। ২০১৪ সালে রাজধানী লিবরাভাইলের প্রথম নারী মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।

এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাপোন্ডার লক্ষ্যের মধ্যে থাকবে গ্যাবনের অর্থনীতিকে পুনরায় সচল করা এবং করোনা সংকটের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সামাজিক সহযোগিতা নিশ্চিত করা।

তেলনির্ভর অর্থনীতির দেশ গ্যাবন আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনে অর্থনৈতিক সংকটে রয়েছে। এছাড়া করোনা মহামারিতে সংকটে থাকা অর্থনীতি আরও বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।